মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার বেতবাড়ি গ্রামের কৃতি সন্তান,বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক যোগাযোগ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন কেন্দ্রীয় বিএনপির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। পাশাপাশি তার পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি গতকাল মঙ্গলবার দিবাগত-রাত ২ঃ০৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭২) বছর। এক স্ত্রী দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আনিসুর রহমান তালুকদার খোকন বলেন,আমি যেমন তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারি না। তেমনি মাদারীপুর তথা কালকিনি ও ডাসারবাসি আজ মেনে নিতে পারছে না। তিনি রাজনীতির উর্ধ্বে একজন ব্যক্তি। আমি তাকে আমার অভিবাবকও মনে করে চলতাম।
আজ তার কথাটি মনে পড়ে গেল, তিনি একটি প্রোগ্রামে বলে ছিলেন খোকন তালুকদার দলের পরিচয়ের নয়, ডাসারে একজন উজ্জ্বল নক্ষত্র।
আমি মহান আল্লাহ দরবারে প্রার্থনা করি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন।