তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি (খুলনা):
তালায় ডাম্পার ট্রাকের ধাক্কায় মেহেদী রেজা (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার মোস্তাক আলি শেখের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালাধীন সুভাশুনি বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,মেহেদী রেজা তার গ্রামের বাড়ি থেকে নিজ মোটরসাইকেল যোগে খুলনায় যাচ্ছিলেন। পথিমধ্যে তালা উপজেলার সুভাশুনি এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির সাতক্ষীরা-শ-১১-০০৬২ নম্বরের ডাম্পার ট্রাকটি মোটরসাইকেলটির সাজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ভেঙেচুরে দুমড়ে মুচড়ে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় প্রচান্ড আঘাত পেয়ে মোটরসাইকেল চালক মেহেদী রেজার ঘটনাস্থলে মৃত্যু হয়।এ বিষয় খর্ণিয়া-চুকনগর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ শওকত হোসেন বলেন,
দূর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক এবং ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি থানা হেফাজতে নেয়া হয়েছে।