মোঃরইস উদ্দিন(রিপন)স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী তানজিম কবির সজীব ওরফে সাজুকে পুলিশ আবারো গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকায় গতকাল বৃহস্পতিবার(২৬ শে অক্টোবর)বেলা দুপুর প্রায় ২:৩০ মিনিটের দিকে ঘুরাঘুরির একপর্যায়ে সাজুকে পুলিশ সন্দেহ করলে,তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে সাজুর কথাপথোনে পুলিশের আরো সন্দেহ বাড়লে তাকে সার্চ করা হয়।অতপর তার নিকট থেকে ১টি বিদেশি পিস্তল ও ৪৭০ পিস নিষিদ্ধ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।পরে সাজুকে রাত প্রায় ৯:০০টার দিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।গ্রেফতারকৃত কবির সজীব ওরফে সাজু বিএনপি নেতা হুমায়ুন কবিরের ছেলে।তবে সাজু এলাকায় আওয়ামী লীগ নেতা বলে পরিচয় দিতেন।সিদ্ধিরগঞ্জ থানায় সাজুর বিরুদ্ধে অন্তত সাতটি মামলা রয়েছে বলে জানা যায়।গজারিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মোল্লা সাহেব আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান-বৃহস্পতিবার দুপুর প্রায় ২:৩০মিনিটের দিকে সাজুকে গ্রেফতার করা হয়।তবে সাজুকে আমাদের নিকটে রাত প্রায় ৯:০০ টার দিকে হস্তান্তর করেছেন।সাজুর কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল ও ৪৭০ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়েছে।শুক্রবার সাজুকে আদালতে নিয়ে যাওয়া হবে।