মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদীর উপর দীর্ঘদিনের একটি কাঙ্খিত সেতু স্বপ্ন পূরণ হলো ধরঞ্জী ও বাগজানা ইউনিয়নবাসীর। এ সেতুর ফলে দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলো।
শনিবারে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫০ মিঃ চেইনেজে ৯৬.০ মিঃ দীর্ঘ প্রি-স্ট্রেস কনক্রিট গার্ডার এ সেতুর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডঃ সামছুল আলম দুদু।
উদ্ভোধনের পর বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল কাইয়ূম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সেতুটি চালু হওয়ায় এ অঞ্চলের শিক্ষার্থী, প্রান্তিক কৃষকসহ প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াত ও ব্যবসা বানিজ্যের নতুন ক্ষেত্র তৈরির পাশাপাশি শতবছরের দূর্ভোগ লাঘব হলো।