মোঃ মশিউর রহমান সুমন।
রাজধানীতে বিএনপির সমাবেশে পুলিশ- বিএনপি সংঘর্ষে কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।এদের মধ্যে একজন স্বেচ্ছাসেবকদল নেতা।
রবিবার (২৯অক্টোবর) তাদের গাইবান্ধা ও ডেমরা এলাকা থেকে আটকের কথা জানিয়েছেন ডিএমপি।
আটককৃতরা হলেন পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামীম রেজা ও মোঃ সুলতান।
এ বিষয়ে অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার গণমাধ্যম কে.এন রায় নিয়তি বলেন, শামীম রেজার রাজনৈতিক পরিচয় জানা গেছে। তবে সুলতানের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।পরবর্তীতে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।