পঞ্চগড় প্রতিনিধি ,
সারা দেশে বিরোধীদলীয় বিএনপির ডাকে হরতালে,
আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ও তৎপরতা ছিল চোখে পড়ার মত। পঞ্চগড়ের প্রাণকেন্দ্র শেরে-ই-বাংলা পার্ক থেকে শুরু করে, পঞ্চগড় শহরের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীরা ছিল তৎপর।
গত কাল ঢাকা পল্টনে বিএনপি’র সমাবেশ কে কেন্দ্র করে এক জন পুলিশ সদস্য সন্ত্রাসীদের হাতে নিহত হয়,এবং ৪ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
পরদিন রবিবার সারা দেশ জুড়ে বিএনপি হরতালের ডাক দিয়েছে, হরতালে জনসাধারণের চলাফেরা এর যেন কোন ব্যাঘাত না ঘটে সেইদিকে লক্ষ রেখে
পঞ্চগড় জেলা পুলিশ সুপার
এস, এম সিরাজুল হুদা পি পি এম এর সার্বিক দিক নির্দেশনায় আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো এছাড়াও পঞ্চগড়ের জনসাধারণের চলাচল ছিল আগের মত স্বাভাবিক।
এবিষয়ে পঞ্চগড় জেলার পুলিশ
সুপার এস, এম সিরাজুল হুদা পিপিএম বলেন স্বাভাবিক চলাফেরা জনগণের মৌলিক অধিকার , জনগণের চলাচলে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধেকঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।