মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
রাজধানীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে বাগেরহাটে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা জজ্ আদালতের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, জেলা জজ্ব আদালতের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আলী, আইনজীবী মজিবুল হক, মিলন কুমার ব্যানার্জি, সেলিম আজাদ, কামরুল ইসলাম, তাজিনুর রহমান পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, বিচারপতির বাসভবনে জামাত বিএনপির হামলার ঘটনার খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলার মাধ্যমে জামাত-বিএনপি সাংবিধানিক পদকে অসম্মানিত করেছে। তারা দেশে শান্তি চায়না এটা প্রমানিত করেছে। হামলাকারীদের কোন ছাড় দেওয়া যাবে না। অতিদ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
মানবন্ধনে জেলা আইনজীবী সমিতির পাশাপাশি, আওয়ামী আইনজীবী সমিতি, সম্মিলিত আইনজীবী সমিতি একত্মতা প্রকাশ করেন।

