মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-
দেশের ৫৬৪ টি মডেল মসজিদ উদ্বোধনের মধ্যে জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকায় মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এই মডেল মসজিদ উদ্বোধন করার পর মসজিদটি উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুল আলম দুদু।
এ সময় আরো উপস্থিত ছিলেনঅতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারজানা আক্তার এবং সরকারি বেসরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং সাধারন জনগন।