মোঃ রইস উদ্দিন(রিপন)স্টাফ রিপোর্টার
সারা দেশ জুড়ে বইছে নির্বাচনের তফসিল নিয়ে নানান জল্পনা কল্পনা।সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে,আগামীকাল ১লা নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের,তফসিল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বিষয়ে আলাপ আলোচনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।তথ্যটি নিশ্চিত করেছেন প্রধান বিচারপতির দপ্তর থেকে।আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সহ সকল বিষয়ে অভিহিত করতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার জন্যে সময় চেয়েছেন নির্বাচন কমিশন(ইসি)।নির্বাচন কমিশন হতে জানা যায়-প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বোধীন কমিশন ১লা নভেম্বর থেকে ৫ ই নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন।সাক্ষাৎ শেষে কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল।নিয়ম অনুযায়ী প্রতি সংসদ নির্বাচনের পূর্বে নির্বাচন নিয়ে সাক্ষাতের জন্য সময় নেওয়া হয়,তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এর বিপরীত কিছু নয়।১লা নভেম্বর থেকে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা।সাংবিধানিক ও নিয়ম অনুসারে ২৯ শে জানুয়ারি ২০২৪ ইং তারিখের মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন করার কথা রয়েছে।ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন-নভেম্বর মাসের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে,এবং ডিসেম্বর মাসের শেষের দিক থেকে-জানুয়ারি ২০২৪ ইং শুরুর মধ্যে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।