ঢাকাWednesday , 1 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

তেঁতুলিয়া সীমান্তে ১৩ দিনের মাথায় বিএসএফের গুলিতে আবারো বাংলাদেশী যুবক নিহত

দেশ চ্যানেল
November 1, 2023 9:37 am
Link Copied!

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি, :

তেঁতুলিয়া বাংলাবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামের বাংলাদেশী যুবকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউপির অন্তর্গত দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার ৪৪৮ মেইন পিলারের ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক ওই এলাকার আকবর আলীর ছেলে ও তিনি গরু ব্যবসায়ী।

স্থানীয় ও পরিবার জানায়, মঙ্গলবার রাতে গরু ব্যবসায়ী আইনুল হক সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীর ৪৪৮ মেইন পিলার অতিক্রম করে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ঢুকে পড়েন। রাত ২টার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান সীমান্তের লোকজন। সকালে ভারতে থাকা দুরসম্পর্কীয় আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন মহানন্দা নদীর তীর সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তের অভ্যন্তরে আইনুলের মরদেহ পড়ে রয়েছে। খবরটি জানাজানি হলে সকাল থেকেই দুপুর পর্যন্ত ওই এলাকায় প্রচুর লোকজন ছুটে আসেন।

বিজিবি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সাথে যোগাযোগ করেন। মরদেহ সনাক্তসহ মরদেহ ফেরত পেতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। তবে বুধবার দুপুরের আগেই বাংলাবান্ধার দক্ষিণ কাশিমগঞ্জ সীমান্তের বিপরীতে ভারতে ফাঁশিদেওয়া থানা এলাকার বিএসএফ সদস্যরা মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিহতের বড়ভাই আজিজুল হক বলেন, আইনুল আমার ছোট ভাই। সে গরু ব্যবসার সাথে জড়িত। এ পেশায় না থাকতে বারবার নিষেধ করছিলাম। মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজনের সাথে সে গরু আনতে ভারতীয় সীমান্তে যায়। রাত আড়াইটার দিতে গুলির শব্দ শুনতে পাই। বুধবার সকালে ভারতে থাকা আত্মীয়-স্বজনের কাছে ফোনে জানতে পারি ভারতের কাটাতারের বেড়ার কাছে তার মরদেহ পড়ে ছিল। পরে লাশ বিএসএফ ভারতে নিয়ে গেছে।

বাংলাবান্ধা বিওপি ক্যাম্পের কমান্ডার আব্দুর রহমান জানান, এ বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। কারণ আমরা এখনো নিশ্চিত হতে পারিনি যুবকটি আইনুল হক। বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে।

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, মঙ্গলবার গভীর রাতে ভারতের বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি করে। এ ঘটনায় গরু ব্যবসায়ী আইনুল মারা গেছে মর্মে জানতে পেরেছি।

বিষয়টির ব্যাপারে দুপুরে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়িনের অধিনায়ক লে.কর্নেল যুবায়েদ হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST