যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি) :-
আজ ০১নভেম্বর বুধবার সকাল ১০:০০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলার, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৩ইং পালিত হয়েছে।
এর প্রতিপাদ্য বিষয় হলো :-
স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ।
এই যুব দিবস পালনে কর্মসূচিতে র্যালি,আলোচনা সভা, সনদ পত্র ও যুব ঋনের চেক বিতরণে- রামগড় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় (এসডিও বাংলো)তে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা প্রশাসন ও নির্বাহী অফিসার মমতা আফরিন, এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তা জনাব মোঃ আবুল বাসার পাটোয়ারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।উপস্থিত ছিলেন রামগড় উপজেলা রিপোর্টাস ক্লাবের প্রতিনিধি সহ গন্যমান্য ব্যক্তি প্রমূখ।
যুব দিবস ২০২৩ইং উপলক্ষে রামগড় উপজেলার, ইউনিয়ন, পৌরসভার থেকে আগত নারী/পুরুষ র্যালি,আলোচনা সভা,সনদপত্র ও যুব ঋনের চেক বিতরণে অংশ গ্রহণ করেন। র্যালিটি উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভা প্রধান অতিথি বক্তব্য রাখেন – রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। স্বাগতম বক্তব্য রাখেন -উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মমতা আফরিন ও রামগড় যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের কর্মকতা জনাব মোঃ আবুল বাসার পাটোয়ারী।
বক্তরা বলেন -সরকার দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে।তাই সরকার এই দিবসে তফসিল ঘোষণার আগে ৫২হাজার কোটি টাকার মোট ৩৭টি প্রকল্প অনুমোদন হাতে নিয়ে। এই প্রকল্প বাস্তবায়ন কর্মসূচিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে জনগণের পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হচ্ছে বলে জানান। আরো উল্লেখ করেন যে সরকার প্রত্যেক উপজেলা পর্যায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও ঋন প্রদানের,অর্থ সহায়তার মাধ্যমে উদ্যোগ গ্রহণ করে দেশের মানুষের বেকারত্ব হ্রাস ও মাথাপিছু আয় বাড়ানো, জ্ঞান অর্জন করে প্রকল্প পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন। তাই খারাপ কার্যকলাপ থেকে বিরত রাখতে এবং যুব শক্তিকে কাজে লাগিয়ে সকলকে- স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, স্বপ্ন পূরণ করা জন্য অনুরোধ জানানো হয়। আলোচনা শেষে অতিথি প্রশিক্ষণার্থীদের সনদ পত্র ও যুব নারী /পুরুষদের মাঝে ঋণ চেক হস্তান্তর করা হয়।