মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা ৪নং তিনট্যহরী ইউনিয়ন পরিষদের আওতাধীন ১নং ওয়ার্ড বড়বিল সুন্নিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ।
বৃহস্পতিবার (২-নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় মাদ্রাসার হল কক্ষে অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভা।
মাদ্রাসা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্ঠা জনাব মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মোঃ মাসুম উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার জনাব কাউছার হামিদ রোকন তিনি মাদ্রাসার সার্বিক বিষয়ে ব্যপক আলোচনা তোলে ধরেন এবং লেখাপড়ার মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও তিনট্যহরী ১নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব মোঃ কামাল পাশা,মানিকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও অত্র প্রতিষ্ঠানের আরবি শিক্ষক জনাব মাওলানা মোঃ নুরুল কবির,মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জনাব মোঃ সেলিম, মোঃ সুমন, মোঃ কামাল হোসেন,মোঃ নুরুল হুদা,জয়নাল মাষ্টার।শিক্ষক শিক্ষিকা,অভিভাবকবৃন্দ , ছাত্র ছাত্র-ছাত্রীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্হিতি ছিলেন।
এসময় বক্তরা বলেন বড়বিল সুন্নিয়া দাখিল মাদ্রাসা একটি দ্বীনি প্রতিষ্ঠান,এই প্রত্যন্ত অঞ্চল বড়বিল এলাকায় খুব অল্পসময়ে ভালো পাঠদানের মধ্য দিয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে এই প্রতিষ্ঠানটি, শিক্ষক ও পরিচালনা কমিটির পাশাপাশি অভিভাবকদের মাদ্রাসার প্রতি সুদৃষ্টি আন্তরিক হওয়ার আহবান জানান।
সকলের সহযোগিতা পেলে মাদ্রাসাটি আরোও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন, শিক্ষার মান উন্নয়নে এবং সন্তানের প্রতি সু-শিক্ষা অর্জনে দায়িত্ববোধ সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন।
তাছাড়া সামনে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে গুরত্বপূর্ণ আলোচনা করেন,পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্তি হয়।