মোঃ মশিউর রহমান সুমন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে আটক করছে মহানগর গোয়েন্দা পুলিশ -ডিবি। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি)প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আমির খসরুর ছেলে জানায় তার বাবার খোঁজে গুলশান ৮১ নম্বর রোড আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছেন।
এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আমির খসরুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এর আগে ২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায় তল্লাশি চালায় ডিবি পুলিশ । তবে সেদিন তিনি বাসায় ছিলেন না।