তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ,পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ি’
এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে থানা পুলিশের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে থানা চত্ত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন,থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) আসিফ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান,ডুমুরিয়া মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।আরও বক্তব্য রাখেন
ইউপি চেয়ারম্যান জহুরুল হক,ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার,ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য,আ’লীগ নেতা শেখ হেফজুর রহমান, শেখ আব্দুল কুদ্দুস এইচ এম ওয়াবাইদ- উল্লাহ,ওসি তদন্ত মুক্ত রায় চৌধুরী,ওসি অপারেশন মোঃ কবির হোসেন,হাফেজ মোঃ সোহেল শেখ,এসআই কেরামত আলী,প্রমুখ।