ঢাকাSaturday , 4 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

দেশ চ্যানেল
November 4, 2023 12:54 pm
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (০৪ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের নতুন পুলিশ লাইনের সামনে থেকে বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালীটি পুনরায় পুলিশ লাইনে এসে শেষ হয়। সেখানে জেলা পুলিশিং কমিটির সভাপতি সরদার সেলিম আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, মোঃ রাসেলুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ। বক্তারা বলেন, কল্যাণ রাষ্ট্র নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ এখন আর আগের মত নাই, পুলিশ এখন মানুষের বন্ধু হিসেবে জনগণের পাশে থাকে। পুলিশের কার্যক্রমকে এগিয়ে নিতে কমিউনিটি পুলিশেরও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।এজন্য সকলকে একজন কমিউনিটি পুলিশের সদস্য হিসেবে দাযি়ত্ব পালন করতে হবে। যখন যেখানে যেকোনো অপরাধ সম্পর্কে জানতে পারবেন তখন দ্রæত জানাতে হবে পুলিশকে। সকলকে মাদক ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলমকে ক্রেস্ট, সনদ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। রেলি ও সমাবেশে বিভিন্ন শ্রেণীর পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST