ঢাকাSaturday , 4 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

    দেশ চ্যানেল
    November 4, 2023 1:41 pm
    Link Copied!

    এম আর সজিব জেলা প্রতিনিধি সুনামগঞ্জ:

    আজ শনিবার (৪ নভেম্বর ২০২৩ খ্রি.) দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে কমিউনিটি পুলিশ ডে-২০২৩। এ বছর কমিউনিটি পুলিশিং ডে’র প্রতিপাদ্য বিষয় ছিল ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

    সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের পুরস্কার প্রদানসহ নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছ।

    আজ বিকাল ৩টায় সুনামগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্-এঁর সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশিষ ধরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্যদিয়ে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখ্ত পলিন, সুনামগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) পরিমল কান্তি দে, সুনামগঞ্জ সদর উপজেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি নুরুর রব চৌধুরী প্রমুখ।

    অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ প্রধানের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মজিদকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য এবং সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই জনাব মো: আনোয়ার হোসেনকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে পুলিশের সাথে জনগণের যে সেতুবন্ধন বাস্তবিক অর্থে আজকে আপনাদের উপস্থিতি তা প্রমাণ করে। জনগণ এবং পুলিশ একে অপরের সহযোগীতা ছাড়া সমাজের আইনশৃঙ্খলা রক্ষা করা কোনভাবেই সম্ভব নয়। আপনাদের সহযোগীতা সবসময় আমাদের প্রয়োজন। পুলিশ সমাজে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সারা বিশ্বের সাথে বাংলাদেশের তুলনা করলে আমরা অনেক ভাল অবস্থানে আছি। এটি সম্ভব হয়েছে কমিউনিটি পুলিশিং-এর সফলতা এবং আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণেই। পুলিশ সুপার অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিবৃন্দ ও সুধীজনদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

    আলোচনা সভা ও র‌্যালিতে সুনামগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণসহ সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST