নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জে বহিরাগতর বিরুদ্ধে অবৈধভাবে বাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাসা মালিকের পরিবার। শনিবার (৪ নভেম্বর) সংবাদ সম্মেলন করেন ফরিদ ভিলা মালিকের ছেলে মোঃ মনসুর চৌধুরী লিখিত বক্তব্যে সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের লন্ডনী ফরিদ মিয়া চৌধুরী একটি বাসা নিয়মিত বাসা ও দোকান ভাড়া নিতে মাসুক মিয়া চৌধুরী। তিনি হঠাৎকরে অসুস্থ হয়ে যাওয়ায় তার ভাতিজা মনসুর চৌধুরীর তাদের ভাড়া তুলেন। এখন পর্যন্ত ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া আদায় করেন মালিকের বড় ছেলে মনসুর চৌধুরী। হঠাৎ করে মনসুর চৌধুরীর চাচা মাসুক মিয়া চৌধুরী মারা যান। তার মুত্যুর কিছুদিন পর বহিরাগত দাদন ব্যবসায়ী, দাঙাবাজ ও সন্ত্রাসী আলা উদ্দিন ও তার ছেলে নিজেদেরকে বাসার মালিক বলে দাবী করে। এ নিয়ে মনসুর ও আলাউদ্দিন মিয়া পৃথক ভাবে থানায় জিডি ও অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের বড় ছেলে মনসুর চৌধুরী জানান, আমার বাসার ভাড়াটিয়া এবং আমাকে হুমকি প্রানে হত্যার হুমকি দেন আলাউদ্দিন এবং তার ছেলে । আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে থানায় হয়রানী মুলক মামলা দায়ের করেছে। এছাড়াও ভয় ভীতি সৃষ্টি করার জন্য বাসায় পুলিশ প্রেরণ করে ভয় দেখিয়ে হুমকী প্রদর্শন করে যাচ্ছে। আমি এবং আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতা ভুগছি। আমি এমন প্রতারক ও লাঠিয়াল পর সম্পদ লোভী মানুষদের বিরোদ্ধে প্রসাশনের কাছে এর সুষ্ট বিচার দাবি করছি।