পঞ্চগড় প্রতিনিধি:
শেখ হাসিনার পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে দেশব্যাপী অবরোধ চলছে।অবরোধের দ্বিতীয় দিনে পঞ্চগড় জেলা যুবদল অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (৬ নভেম্বর) সকালে শহরের প্রধান ডাকঘর থেকে মিছিলটি শুরু করে জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ করেন।
এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান বাবু,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক,সাবেক জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম,পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ময়নুল ইসলাম, দায়িত্বপ্রাপ্ত জেলা যুবদলের দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ প্রমূখসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।