মোঃরইস উদ্দিন রিপন(স্টাফ)রিপোর্টার নারায়ণগঞ্জঃ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে থেমে থাকা শাহ সিমেন্টের নিজস্ব একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সোমবার(৬ই নভেম্বর)রাত প্রায় ৯ টার দিকে ফতুল্লার কায়েমপুর এলাকায় জেলা পরিষদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানের ড্রাইভার জানায়-শাহ সিমেন্টের নিজস্ব কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো উ-১১-১৫০৮)সিমেন্ট নিয়ে নরসিংদী যায়।সিমেন্ট নামিয়ে ফেরার পথে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিসের সামনে এসে কাভার্ড ভ্যানটির ইঞ্জিনের সমস্যা দেখা দেয়।তারপর কাভার্ড ভ্যানটি পাশের খাঁলি জায়গায় রেখে ইঞ্জিন মিস্ত্রির খোঁজ করছি।হঠাৎ করে ৭-৮জন লোক দৌড়ে এসে কাভার্ড ভ্যানে আগুন দিয়ে সামনে থাকা একটি কালো রঙের মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়।তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভাতে সক্ষম হয়।ঘটনার ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)নূরে আলম জানান-নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিসের সামনে থেমে থাকা শাহ সিমেন্টের নিজস্ব একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে,একটি কালো রঙের মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার সময়,আমাদের পুলিশের টিম খবর পেয়ে দ্রুত গতিতে দুর্বৃত্তদের কালো রঙের মাইক্রোবাসটি লক্ষ্য করে ধাওয়া করলে,দুর্বৃত্তরা পুলিশের লক্ষ্য টের পেয়ে মাইক্রোবাসটি পথে ফেলে চলে যায়।পুলিশ মাইক্রোবাসটির ড্রাইভারকে আটক করতে সক্ষম হয়।পরে কালো রঙের মাইক্রোবাসটি সহ ড্রাইভারকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।