মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি,
দিনাজপুরের ফুলবাড়ীর উপজেলা ১০ নভেম্বর রাত ৪ টার সময় ২৯ বিজিবির ক্যাম্পের ১ নং গেটের সামনে ঢাকাগামী একটি কভার ভ্যান বাম পাশের চাকা পামচার হয়ে যায় । পিছন থেকে ছেড়ে আসা একটি ধান ভর্তি ট্রাক কভার ভ্যানের পিছনে লাগিয়ে দেয়। ঠাকুরগাঁ থেকে ছেড়ে আসা একটি মুরগির ভর্তি পিকআপ ধানের ট্রাকের পিছনে লাগিয়ে দেয়, ঘটনাস্থলে ড্রাইভারসহ দুইজন মৃত্যুবরণ করেন। ড্রইভার ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর বাঙালি পাড়া গ্রামের ফয়েজ উল্লাহ ছেলে নিহত নায়েব আলী (৪৫) ও হেলপার একই গ্রামের মকবুল হোসেনের ছেলে নিহত শফিউল জামান ( ২৮) খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে
এসে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। ফুলবাড়ী থানা পুলিশ খবর পেয়ে গাড়ী ও লাস থানায় নিয়ে যায়।