এম আর সজিব সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই পিয়াস পাল ও এসআই বাবলু চন্দ্র পাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর ২০২৩ খ্রি.) দিবাগত রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার জাউয়া বাজার মুরগি হাটের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারের সাথে জড়িত ১। জীবন মিয়া (২৭), পিতা-মোঃ আব্দুল আওয়াল, গ্রাম-নোয়াখালী ও ২। রুমেল আহমদ (২১), পিতা-মোঃ সিরাজ আহমদ, গ্রাম-ঝামলাবাজ, উভয় থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের কাছে থাকা একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৪ কেজি মাদকদ্রব্য (গাঁজা) এবং মদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।