বিপ্লব সাহা খুলনা ব্যুরো :
খুলনা রুপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর পপুলার জুট মিলের গোডাউনে আজ ১০ নভেম্বর শুক্রবার বিকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিস এর ৪ টি ইউনিট কাজ করছে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফারুক শিকদার জানিয়েছেন এই পাটের গোডাউনে কোথা থেকে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা এই মুহূর্তে কিছুই আমরা বলতে পারব না।
তবে আগুনের গতি অনেক তীব্র।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহজ হবে না। তাই আমরা ফায়ার সার্ভিস এর ৪ টি ইউনিটের পাশাপাশি আরো বেশ কিছু ইউনিটে অতি দ্রুত ঘটনাস্থলে আনার ব্যবস্থা করেছি।
যা অল্প কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছাবে।
তিনি বলেন তবে নদী সংলগ্ন থাকায় পানির পর্যাপ্ততার কারণে অগ্নি নির্বাপনের কার্য সহজ হতে পারে।
এদিকে গোডাউন এলাকার আশেপাশে থাকা প্রত্যক্ষদর্শীরাও আগুনটা কিভাবে লেগেছে তা নির্দিষ্ট ভাবে কিছুই বলতে পারছেনা।
তবে তারা বলছে যেভাবে আগুনের লেলিহান দেখা যাচ্ছে তাতে করে পাট গোডাউন মালিকের কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।
পাশাপাশি ফায়ার সার্ভিসের ইউনিট বাড়িয়ে সময় মত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে গোডাউনের আশেপাশের বসতবাড়িসহ অসংখ্য দোকানপাট আগুনে পুড়ে ক্ষতি হবে বলে প্রত্যাক্ষদর্শীরা আশঙ্কা করছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চারটি ইউনিটের পাশাপাশি আরো চারটি মোট আটটি ইউনিট আগুন -নির্বাপনের কার্যক্রম অব্যাহত রেখে ফায়ার সার্ভিসের সদস্যরা যথাসম্ভব চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।
তবে পরবর্তী রিপোর্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।