আবুজর গিফারী
আজ ১১ নভেম্বর, ২০২৩ শনিবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনা জেলার কাশিনাথপুরে, কাশিনাথপুর চারমাথা মোড় আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট শামসুল হক টুকু, এম.পি. ডেপুটি স্পিকার, মহান জাতীয় সংসদ, বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, সভাপতি, আওয়ামী লীগ বেড়া উপজেলা ও মেয়র বেড়া পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব আশরাফুজ্জামান টুটুল, সভাপতি আওয়ামী যুবলীগ সাঁথিয়া উপজেলা।
প্রধান অতিথির বক্তৃতায় জনাব শামসুল হক টুকু বলেন, আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার জন্য সবাইকে আহবান করেন।
এছাড়াও সভায় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।