মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জে উন্নয়ন শোভাযাত্রা ও আনন্দ র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে উন্নয়ন শোভাযাত্রা ও আনন্দ র্যালী মাদারগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃত্বে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে সভাপতি ফরিদুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল এবং সদস্য রেজাউল সোহাগ। এ সময় উপজেলা,শহর,ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।