রফিকুল ইসলাম
দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। অনুষ্ঠানের শুরুতেই দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জির নেতৃত্বে শত-শত মোটরসাইকেল নিয়ে দলীয় কার্যালয়ে আসে নেতাকর্মীরা।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জির সঞ্চালনায় উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি তালুকদার। অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, শাহীন মিয়া,সংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম,যুবলীগ নেতা আহাম্মদ মড়ল,যুবলীগ নেতা নূর নবী,মো. আলামিন,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত করেন। দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের আহবান জানানো হয়।