হারুন শেখ রামপাল প্রতিনিধি।
‘৭০-এর ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে প্রয়াত ব্যাক্তিদের প্রতি গভীর শ্রদ্ধায় রামপালে উপকূল দিবস পালিত হয়েছে। প্রেসক্লাব রামপালের আয়োজনে রবিবার (১২ নভেম্বর) বেলা ১২ টায় ক্লাব কক্ষে এ দিবস পালন করা হয়।
প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের কান্না জড়িত এই দিনটি হোক উপকূল দিবস। দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য উপকূলের ১৯ জেলা ও প্রায় শতাধিক উপজেলায় উপকূলবাসীর পক্ষ থেকে সরকারের কাছে জোরালো দাবী জানাচ্ছেন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশের উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের জলবায়ু ন্যায্যতার দাবী আরও জোরালো হোক এটাই উপকূলবাসীর প্রত্যাশা।
প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ, বিশেষ অতিথির বক্তব্য দেন পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সুলতান আহমেদ, শেখ আবজাল হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংবাদিক লায়লা সুলতানা, হারুন শেখ, মুর্শিদা পারভীন, জোছনা বেগম প্রমুখ।