মোঃরইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাফ পরিবহন নামের একটি মিনিবাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।রবিবার(১২ই নভেম্বর)সন্ধ্যা প্রায় ৬:৩০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়-নাফ পরিবহন নামের মিনি বাসটিতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম প্রায় আধাঘন্টার উপরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানায়-ঘটনার খবর পেয়ে প্রায় ৬:৪৫মিনিটের দিকে আমাদের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে,প্রায় আধা ঘন্টার মধ্যে মিনি বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন।আদমজী ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ করে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।কে বা কারা এই দুর্ঘটনাটি ঘটিয়েছে তাৎক্ষণিক কোন সন্ধান মিলেনি।সিদ্ধিরগঞ্জ থানার(ওসি)গোলাম মোস্তফা বলেন-নাফ নামের মিনি বাসটিতে কিভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না।তবে,আমাদের পুলিশ টিম ঘটনার ব্যাপারে কাজ করছে।মিনি বাসটিতে আগুনের ঘটনাটি নাশকতা নাকি অন্য কিছু,তা নিবিড় ভাবে খতিয়ে দেখছে পুলিশ।