রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধ
বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার দুপুরে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিনের মেয়ে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার নির্দেশে পৌর শহরের এ মিছিল হয়।
এসময় মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে অবরোধ ও নাশকতার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয় এবং নাশকতা প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা দেন নেতাকর্মীরা।