মোঃ মশিউর রহমান সুমন।
আজ (১৫ নভেম্বর) বুধবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণার পরই স্বাগত জানিয়ে ঢাকাসহ সারাদেশে মিছিলের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ইতিমধ্যেই দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সাংগঠনিক জেলা ও মহানগর নেতাদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
তফসিল নিয়ে বুধবার (১৫ নভেম্বর) বৈঠক ডেকেছে (ইসি)। তবে তফসিল কবে হবে, তার কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি ইসির পক্ষ থেকে।
ইসি সুত্র জানায়, বুধবার বিকেল ৫টায় কমিশনের বৈঠকের পর জাতির উদ্দেশ্যে ভাষন দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।
আওয়ামী লীগের দলীয় সুত্রে জানায়, তফসিল ঘোষণা হতে পারে ধারনা পেয়ে দলের সব স্তরে দায়িত্বশীল নেতাদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েছে ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তাদের বলা হয়েছে তফসিল ঘোষণার পরপরই এটিকে স্বাগত জানিয়ে বড় মিছিল করতে হবে।
এদিকে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসেন। এ সময় সিদ্ধান্ত হয় যে শুধু মহানগর ও জেলা নয়, উপজেলা -থানা পর্যায়েও মিছিল করা হবে। মিছিলের শ্লোগান হবে নৌকা।