জেলা প্রতিনিধি ( নড়াইল)
দেশ ব্যাপী উন্নয়নসহ নড়াইলের লোহাগড়ায় সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধান এস এম শফিউদ্দীনকে অভিনন্দন জানিয়েছেন লোহাগড়াবাসী । গতকাল বুধবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দীনের উদ্যোগে পৈত্রিক ভিটায় পিতার নামে প্রতিষ্ঠিত অধ্যাপক শেখ রোকন উদ্দীন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র ,মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরন, শেখ রোকন উদ্দীন মাল্টিপারপাস হল ও ভবন নির্মান, মসজিদ নির্মান এবং মধুমতি নদী ভাঙ্গন রোধে নদী শাসন প্রকল্পের কাজকরন, নদীর পাড় দিয়ে ওয়াকওয়ে নির্মানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ স্থানীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ঘুরে দেখেন নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নড়াইল-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বুয়েট প্রকৌশলী লেঃ কমান্ডার (অবঃ)এম এম আব্দুল্লাহ । এ সময় তার সাথে ছিলেন আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ মোশারেফ হোসেন মোল্যা, মুন্সি শরিফুল ইসলাম, বি এম হাসান,আবু সাইদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোজাম হোসেন খান,উপজেলা পূর্জা উৎযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গৌতম দেওয়ান, যুবলীগ নেতা শাহরিয়ার হোসেন শাহীনসহ শতাধিক নেতা কর্মী। পরিদর্শনকালে এম এম আব্দুল্লাহ ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধানের উদ্যোগে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে তাঁদেরকে লোহাগড়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনার আহবান জানান।