ঢাকাWednesday , 15 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরু বিতরণ 

    দেশ চ্যানেল
    November 15, 2023 2:22 pm
    Link Copied!

    নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

    সিরাজগঞ্জের তাড়াশে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০ জন  সুফলভোগীদের মাঝে বাড়ন্ত ষাড় বাছুর বিতরণ করা হয়েছে।
    বুধবার (১৫ নভেম্বর) দুপুরে তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
    এসব বাড়ন্ত ষাড় বাছুর বিতরন কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও মানোন্নয়নে আওয়ামী লীগ সরকার এ ষাড় বাছুর বিতরণ করছে। এতে হত-দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্টিদের জীবন মানোন্নয়ন ভূমিকা রাখবে।
    গুল্টা গ্রামের সুফলভোগী চঞ্চল কুমার উরাঁও বলেন, আমার অভাবের সংসারে একটি বাড়ন্ত ষাড় বাছুর পেয়ে আমি আনন্দিত। এখন এটাকে লালন পালন করে চলতে পারবো।
    সুফলভোগী রঞ্জনা রানী উরাঁও, মনোরঞ্জন ও পল্লব উরাঁও বলেন, মেসার্স তুষার এন্টার প্রাইজের সরবরাহ করা গরু গুলো অনেক ভালো। তাদের দেয়া গরু গুলো আমরা লালন পালন করে অল্প সময়ের মধ্যে লাভবান হতে পারবো।
    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওয়ালী-উল-ইসলাম বলেন, বাড়ন্ত ষাড় বাছুর গুলো ঢাকা সাভারের মেসার্স তুষার এন্টার প্রাইজ সরবরাহ করেছে। প্রত্যেক বাছুরের ওজন প্রায় ৮০ কেজির উর্ধে পাওয়া গেছে। আজ ১০৭ টির মধ্যে ৫০টি বিতরণ করা হলো। বাকি ৫৭টি বাছুর কয়েকদিনের মধ্যেই বিতরণ করা হবে। সুফলভোগীরা এমন বাড়ন্ত বাছুর গুলো পেয়ে খুবই খুশি।
    এ সময় তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা ইসলাম, তাড়াশ পৌর মেয়র আব্দুর রাজ্জাকসহ ৫০ জন সুফলভোগী উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST