তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ
খুলনার ১নং ধামালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (১৫ নভেম্বর) সন্ধায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মৎস্য প্রাণ সম্পদ মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ এর নির্দেশনায় ১নং ধামালিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক সভাপতিত্বে বরুনা বাজার অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মঞ্জু রশিদ রানা ,১নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শহিদুল ইসলাম, খুলনা জেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, ১নং ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেহেদী মাসুদ, যুগ্ম- আহবায়ক খান তহিদুজ্জামান রাতুন,ছাত্রলীগ নেতা মোঃ রব্বানী বিশ্বাস, অর্পণ মন্ডল, আব্দুল্লাহ, তরিকুল, রানা,রুমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাষ্টার শহিদুল ইসলামের এর নেতৃত্বে শান্তি মিছিল বের ধামালিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বরুনা বাজার পথ সভা করা হয়।