নজরুল ইসলামঃ, জেলা প্রতিনিধি:
এক সময়ের লাভজনক প্রতিষ্ঠান সিরাজগঞ্জ সরকারি খামারটি নানা সমস্যায় জর্জরিত ও বিভিন্ন সঙ্কটে স্থবির হয়ে পড়েছিল। এ নিয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা যায়, জনপ্রিয় দেশ চ্যানেল, দৈনিক সিরাজগঞ্জ খবর, যমুনা টেলিভিশন ও ৭১ টেলিভিশন, জাতীয় দৈনিক আমার বাংলা, আজকের বিজনেস বাংলাদেশ, দৈনিক চিত্র, দৈনিক প্রথম সূর্যদয় , দৈনিক যুগের কথা, শ্যামল বাংলাসহ বেশ কিছু জাতীয় ও স্থানীয় পত্রিকায় ধারাবাহিক ভাবে সংবাদ প্রকাশ করা হয়। এরপর মন্ত্রনালয় ও খামার কর্তৃপক্ষের নজরে আসলে দ্রুত গতিতে সিরাজগঞ্জ সরকারি খামারের সংস্কারের জন্য নির্দেশ দেন।
কাজের বিষয়ে খামারের সাবেক কর্মকর্তা ওহাব আলী জানান, আপনাদের সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ খামার মেরামত শুরু করেছে। ইতিমধ্যে এই খামারকে আধুনিকায়নের জন্য ৮০ কোটি টাকা উন্নয়ন কাজ চাহিদা দিয়ে মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সিরাজগঞ্জ সরকারি খামারের বিভিন্ন অনিয়ম ও অবহেলার কারণে ৮ টি শেডের মধ্যে ৪ টি শেডে ৯শ মুরগি পালন করা হচ্ছে। দীর্ঘদিন ৪ টি শেড জরাজীর্ণ অবস্থায় অকেজো হয়ে পড়ে আছে। বর্তমানে তা কমিয়ে খামারে মাত্র ৪০০-৪৫০ ডিম উৎপাদন হয়।
আরো জানা যায়, বাচ্চা উৎপাদন ১ বছর ধরে বন্ধ রয়েছে । খাবার ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে প্রতি ডিম উৎপাদন খরচ পড়ে ৪৫ থেকে ৫০ টাকা। এক সময়ে এই খামারে আট লাখ ডিম উৎপাদন করা হতো।