মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধি:
গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ব্যতি রেখে অন্য কোন পদ্ধতিতে সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই, বুধবার বিকেল ৫ টায় জয়পুরহাট কালাই উপজেলা পরিষদের হল রুমে ৪৫টি গ্রামীন রাস্তা ও ব্রীজের ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম,পি এসব মন্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফিজুর রহমান মিলন, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা , পৌর মেয়র রাবেয়া সুলতানা, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, পৌর মেয়র সিরাজুল ইসলাম , আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ সালাম আকন্দ, পৌর মেয়র আলম চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।