মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গৃহহীন ভিডিপি সদস্যদের জন্য নির্মিত গৃহ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১৬ নভেম্বর সকালে হবিগঞ্জ জেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল উপজেলায় গৃহহীন ভিডিপির সদস্যদের জন্য নির্মিত গৃহের শুভ উদ্বোধন করেন ও লায়লা আক্তার কে ঘরের চাবি বুঝিয়ে দেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভাশীষ চক্রবর্তী জেলা অ্যাডজুট্যান্ট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, মোঃ কামরুল হাসান উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, মাধবপুর।
এ পর্যায়ে ঘর পেলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আনসার ও ভিডিপি সদস্য লায়লা আক্তার (৩৫), পিতা জহর আলী। সে মাধবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড নিবাসী মোঃ আশিক মিয়ার স্ত্রী।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ কামরুল হাসান সহ অন্যান্য আনসার ও ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন।