ঢাকাThursday , 16 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সুবর্ণচরে মুসলিম জায়গীরদার সমাজের তাফসীরুল কুরআন মাহফিল’২৩ অনুষ্ঠিত

    দেশ চ্যানেল
    November 16, 2023 3:11 pm
    Link Copied!

    রাশেদুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি

    নোয়াখালীর সুবর্ণচরে ৫ নং চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে অবস্থিত মুসলিম জায়গীরদার সমাজ রশিদিয়া আরবিয়া দাখিল মাদ্রাসায় তাফসীরুল কুরআন মাহফিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া উক্ত মাহফিলের আয়োজন করে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসা এবং এলাকাবাসীর। মাহফিলের আয়োজকবৃন্দ জানায়, প্রায় দুই দশক ধরে বার্ষিক ওয়াজ-মাহফিলের আয়োজন করে আসছে স্থানীয় ধর্মপ্রিয় যুব সমাজ ও এলাকাবাসী। এ এলাকায় বছর তিনেক আগে মুসলিম জায়গীরদার সমাজ নামের আদলে তাদের উদ্যোগে ‘মুসলিম জায়গিরদার সমাজ আরাবিয়া দাখিল মাদ্রাসা’ নামে একটি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হলে সেখানেই অনুষ্ঠিত হয়ে আসছে বার্ষিক মাহফিলের কার্যক্রম। তারই ধারাবাহিকতায় গতকাল উক্ত মাদ্রাসা মাঠে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হলো।

    মাহফিলে মুসলিম জায়গীরদার সমাজ আরবিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ সৈয়দ আহম্মেদ হেলালের সার্বিক তত্ত্বাবধানে এবং ৫ নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ খসরুর সভাপতিত্বে প্রধান মুফাসসির হিসেবে তাফসির পেশ করেন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ধর্মীয় আলোচক এবং প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গাজী মহিবুল্লাহ সিদ্দিকী। বিশেষ মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হাজি হারিছ আহমেদ মিয়া জামে মসজিদের খতিব মাওলানা ক্বারি আব্দুল মান্নান এবং চরবাগ্যা ১ নং সুইজগেট জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল ওয়াদুদ।

    উক্ত মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরজুবিলী রব্বানীর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, চরবাটা খাসেরহাট জামে মসজিদের খতিব মাওলানা আহসান উল্লাহ, রশিদীয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মফিজুল হক মিয়া, মাদ্রাসাটির দাতা হাজী আব্দুর রশিদ মেম্বার, মাদ্রাসার সেক্রেটারি মো. এনামুল হক সহ অনেক ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    মাহফিলে ধর্মীয় আলোচকগণ পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করার সময় ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। মাহফিলের মাঝে নতুনভাবে প্রতিষ্ঠিত হওয়া রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ খসরুসহ স্থানীয় অনেকে মাদ্রাসায় সহায়তা করার কথা ঘোষণা দেন।

    মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন প্রধান মুফাসসির মাও. গাজী মহিবুল্লাহ ছিদ্দিকী। এছাড়াও তাফসীরুল কোরআন মাহফিলে রশিদীয়া আরবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী এবং তারুণ্য শিল্পীগোষ্ঠীর সদস্যরা ইসলামিক সংগীত পরিবেশন করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST