মোঃরইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানা আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জের সিংহ পুরুষ নামে পরিচিত এ কেএম শামীম ওসমান।একেএম শামীম ওসমান উপস্থিতি জনতার সামনে বলেন-বিএনপির ভাইয়েরা-১৯ ও ২০ শে নভেম্বর অনেক কষ্ট করে হরতাল দিয়েছে।বিএনপির ভাইয়েরা হরতাল-অবরোধ দিবেন,আর আমরা আওয়ামী লীগ রাজপথে থেকে তা প্রতিহত করবো।আমি শামীম ওসমান দেখতে চাই ফতুল্লার নেতাকর্মীদের পায়ের তলায় মাটি কতটুকু শক্তি আছে।আমাদের আওয়ামী লীগের বিজয় কিন্তু মোটামুটি ৮০ ভাগ হয়ে গেছে।ইনশাআল্লাহ,আর ২০ ভাগ আগামী ৭ ই জানুয়ারি ২০২৪ ইং তারিখে আমরা করবো।বিএনপি’র কিছুই করার ক্ষমতা নেই,ওদের গেইম ৯০ ভাগ শেষ হয়ে গেছে।তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি নাকি অবরোধ ডেকেছে,কই সেটাও তো দেখলাম না।আমি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে আসতে আসতে বিএনপির অবরোধের কিছুই দেখলাম না।গতকাল বুধবার বিএনপি’র ঢাকা অবরোধের কিছুই আমার চোখে ধরা পড়লো না।আমরা কাউকে জোর করে গাড়ি চালাতে বলি নাই।যার মন চাইবে গাড়ি চালাবে,যার মন চাইবেনা সে চালাবেনা।বিএনপি’র ষড়যন্ত্রের ধারাটা চরম আকার ধারণ করার জন্যে আর মাত্র ১৪ টা দিন হাতে রয়েছে।১৪ দিন পর বিএনপির খেলা ৯০ ভাগ শেষ।আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের সামনে বলতে চাই,আপনাদের দোয়ায় আগামী ৭ই জানুয়ারি ২০২৪ইং তারিখে বিপুল পরিমাণ আসন নিয়ে শেখ হাসিনা আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।খুনি তারেক রহমান লন্ডনে বসে বসে চাচ্ছে বাংলাদেশে আর কোন নির্বাচন যেন না হয়।বিএনপি চাচ্ছে একটি পাপের সরকার ক্ষমতায় আসুক।যারা আমাদের বাংলাদেশের বিষয়ে মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে তারা কিন্তু,ফিলিস্তিন ও ইসরাইল যুদ্ধের ক্ষেত্রে উল্টো কথা বলছে।ইজরায়েলের আগ্রাসন বাহিনী ১ দিনের ফিলিস্তিনি শিশু বাচ্চাকে গুলি করে হত্যা করছে।ফিলিস্তিনে কোন মানবাধিকারের কথা নেই,আছে শুধু আমাদের বাংলাদেশের জন্যে।বিএনপি কথায় কথায় বলে তারা ইসলাম।কিন্তু বিএনপির নেতা বলে,ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বললে তাদের প্রভুরা রেগে যাবেন।আল্লাহ তায়ালা এদের যতটুকু বিচার করার দরকার ততটুকু করেছেন,সামনে আরো বিচার দেখবেন আপনারা।১৪ বছর ধরে শুনতেছি আগামীকালই আওয়ামী লীগ সরকারের ক্ষমতা শেষ।কিন্তু কই,শেখ হাসিনার সরকারই ক্ষমতায় রয়েছেন।আল্লাহ তা’আলা যদি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চান,কোন বান্দার কিছুই করার থাকবে না।গত ২৮ তারিখে বিএনপি ঢাকায় একটি মহাসমাবেশ করলো,যাতে গাজায় যা ঘটছে তার একটি ছোট রূপ দেখলাম আমাদের বাংলাদেশে।গতকাল বুধবার পর্যন্ত বিএনপি প্রায় ৯০ টি বাসে আগুন দিয়েছে।আরে আন্দোলন তো আমরাও করেছি,গুলিও খেয়েছি।কিন্তু মানুষকে আগুনে পুড়িয়ে মারাতো কোন রাজনীতি হতে পারে না।প্রধানমন্ত্রীর পরিবারকে বিকৃত করার জন্যে চেষ্টা করা হচ্ছে বলে শামীম ওসমান বলেন-বিএনপি মিলিয়নস অব ডলার ব্যায় করছে।ডলার ব্যয় করার একটাই কারণ সেটা হলো-জাতির পিতার কন্যাকে বিকৃত করতে হবে।তবে সেটা কিভাবে করবে?সজীব ওয়াজেদ জয় বা সায়মা ওয়াজেদ পুতুল বা শেখ রেহেনাকে কিংবা তার পরিবারকে কোন না কোনভাবে বিকৃত করার পরিকল্পনা করছে বিএনপি।ঠিক যেখানে পদ্মা সেতু নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করার চেষ্টা করেছিলো।
বিএনপি শুধু গুজব ছড়াবে,বিএনপি জানে না শেখ হাসিনা মাথা নীচু করে চলার মানুষ না।শামীম ওসমান আরো বলেন-যে ছেলেটা আজকে বিএনপি বা অন্য কোন দল করছে সে তো কোন না কোন মায়ের সন্তান।সন্তান ঝামেলায় পড়লে মায়েদের কষ্ট হবেই,আমাদের বেলায়ও তাই।১৯৯১ থেকে ৯৬ পর্যন্ত আমাদের উপর অমানুষিক অনেক নির্যাতন করা হয়েছে।আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে খুন করা হয়েছে।বিএনপি বাচ্চা ছেলেদের দিয়ে টাকার বিনিময়ে আগুন সন্ত্রাস করাচ্ছে,বাসে ককটেল নিক্ষেপ করছে বাচ্চাদের ভবিষ্যৎটা কি হবে।কিছুদিন পর বাচ্চা ছেলেদের বাবা-মা আমার কাছে এসে বলবে কিছু একটা করার জন্যে।কিন্তু তখন আর আমার কিছুই করার থাকবে না।বাবা মার সন্তান যখন বিএনপি’র নৈরাজ্যের মামলায় কোর্টের বারান্দায় গিয়ে কান্নাকাটি করবে,তখন এই মামলা চালাতে বা কোন সাহায্যে তারা এগিয়ে আসবেনা।খুনি তারেক জিয়া কিন্তু লন্ডনে বসে আরাম আয়েশ করবেন।খুনি তারেক জিয়ার তো তার মায়ের প্রতি কোন ভালোবাসা নেই,আপনাদের প্রতি তার ভালবাসা কি রকম করে থাকবে।তাই বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে।আপনারা এই ধরনের কাজগুলো আর কইরেন না।আমি আপনাদের ধমক দিচ্ছি না,আমি তোমাদের স্বার্থেই তোমাদের বলছি।নির্বাচনী মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা,যুগ্মসাধারণ সম্পাদক জিএম আরমান,ফতুলা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী,মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু প্রমূখ।