ঢাকাFriday , 17 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বাঘাইছড়িতে নান্যাচার গণহত্যার ৩ দশক উপলক্ষে স্মরণসভা অনুষ্টিত

    দেশ চ্যানেল
    November 17, 2023 10:59 am
    Link Copied!

    রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি

    রাঙামাটির বাঘাইছড়িতে নান্যাচর গণহত্যার ৩ দশক উপলক্ষে স্মরণসভা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
    আজ ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার অনুষ্ঠিত স্মরণসভায় গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখা সভাপতি বিরো চাকমা’র সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখা সাধারণ সম্পাদক সত্য চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর বাঘাইছড়ি ইউনিটের সংগঠক আর্জেন্ট চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখা সভাপতি নিউটন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশাখা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখা সভাপতি অজল চাকমা।

    স্মরণসভা শুরুতে নান্যাচর গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে ২ মিনিট নিরাবতা করা হয়।

    সভায় ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী ও সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ওপর যে ডজনের অধিক যে গণহত্যা সংঘটিত হয়েছে নান্যাচর গণহত্যার তার মধ্যে একটি। দীর্ঘ ৩০ বছরেও এই রাষ্ট্র নৃশংস এ গণহত্যার বিচার করেনি।
    তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এদেশের শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িদের নিশ্চিহ্ন করে দেয়ার লক্ষ্যে স্বাধীনতার পর থেকে নানা চক্রান্ত চালাচ্ছে। বিপুল সংখ্যক সেনা মোতায়েন ও লক্ষ লক্ষ সেটলার বাঙালি পুনর্বাসনের মাধ্যমে গণহত্যা, ভূমি বেদখল, সাম্প্রদায়িক হামলা, নারী ধর্ষণ, অন্যায় দমন-পীড়ন আজও জারি রাখা হয়েছে। শাসকগোষ্ঠির এই চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

    পিসিপি নেতা রুপায়ন চাকমা বলেন, নান্যাচর গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে এ যাবত যতগুলো গণ হত্যা হয়েছে তার কোন সুষ্ঠু বিচার আমরা এখনো পাইনি। তাই এসব ঘটনার বিচারের জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

    তিনি শাসকগোষ্ঠির সকল অন্যায়-অবিচার ও দমন-পীড়ন, নির্যাতনের বিরুদ্ধে ঐক্য বদ্ধ হয়ে জাতির অস্বিত্ব রক্ষার আন্দোলনে এগিয়ে আসার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

    স্মরণসভা থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনী-সেটলার কর্তৃক সংঘটিত সকল গণহত্যার ম্বেতপত্র প্রকাশ ও বিচারের দাবি জানান। একই সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সদ্য ঘোষিত একতরফা তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST