খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দুইবারের পুরস্কার ও স্বর্ণপদক প্রাপ্ত ময়মনসিংহের পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে মোঃ হাবিবুর রহমান হবি এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আরফান আলী নির্বাচিত হয়েছেন। শনিবার পাটগুদাম দুলদুল ক্যাম্প এলাকায় সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬ টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে ১৫৬ টি ভোট পেয়ে মো: হাবিবুর রহমান হবি বিজয় লাভ করে। এছাড়াও সহ-সভাপতি পদে আম প্রতীক নিয়ে ১২৪ টি ভোট পেয়ে শামীম আহমেদ রাজ্জাক, সম্পাদক পদে কলস প্রতীক নিয়ে ১৪৪ টি ভোট পেয়ে আক্কাস আলী, যুগ্ম-সম্পাদক পদে হেলিকপ্টার প্রতীক নিয়ে ১৪২ টি ভোট পেয়ে বাবুল মিয়া বাবন, কোষাধ্যক্ষ পদে ডাব প্রতীক নিয়ে ১৫৫ টি ভোট পেয়ে খোদেজা আক্তার এবং সদস্য পদে রিক্সা প্রতীক নিয়ে ১৩৯ টি ভোট পেয়ে আয়শা খাতুন বিজয় লাভ করে। নির্বাচনে মোট ২৯২ জন ভোটারের মধ্যে ২৫৯ জন তাদের ভোট প্রদান করেছে। দিনভর ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান। নির্বাচন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আবু রায়হান মোঃ শাহরীয়া আকন্দ ও সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো: কুতুব উদ্দিন সৌরভ। এ সময় নির্বাচনে পরিদর্শকের দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক নুর জাহাজ, কামরুল হাসান, এ.কে এম হায়দার, সহকারী পরিদর্শক রেবেকা আক্তার জামান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার রুহুল আমীন, ক্যাশ সহকারী মো: আশরাফুল ইসলাম, অফিস সহায়ক আনিসুজ্জামান। এছাড়াও নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: আবুল হাসেম রায়হান, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, জেলা সমবায় সমিতির সভাপতি শাহজাহান পারভেজসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ।