মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ (হিজলা- মেহেন্দিগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন ডাঃ সাম্মী আহম্মেদের পক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব আহম্মেদ, হিজলা উপজেলা আওয়ামিলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, হিজলা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ দিপু, বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সৈয়দ মনির, কাজিরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আঃ জব্বার খাঁন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়াসহ নেতৃবৃন্দ।
এসময় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন বরিশাল -৪ আসনে সাম্মী আহম্মেদ দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশাবাদী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ডাঃ সাম্মী আহম্মেদকে মনোনয়ন দেবেন। তিনি আরো বলেন, মেহেন্দিগঞ্জ, হিজলা উপজেলার নির্যাতিত নিপিড়ীত কর্মীদের শেষ আশ্রয়স্থ সাম্মী আহম্মেদ। আমরা মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা আওয়ামিলীগ তার সাথে আছি এবং থাকবো।