ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২ টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
তিনি সংসদীয় আসন ৪৬ নওগাঁ ১ আসন (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) থেকে পরপর তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও একই সংসদীয় আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন তিনি।