যোগেশ ত্রিপুরা (রামগড় প্রতিনিধি) :-
রামগড় উপজেলাধীন পশুরাম ঘাট বৌদ্ধ ধর্মালম্বীদের দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
২১নভেম্বর মঙ্গলবার সকাল ৭:০০টায় পশুরাম ঘাটে সুখাধেম্মা বুদ্ধ বিহার প্রাঙ্গণে- উক্ত বিহারের উপাসক -উপাসিকা বৃন্দের পরিচালনার উদ্যোগে -বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ও প্রধান উৎসব দানোত্তম কঠিন চীবর দান ২০২৩খ্রি আয়োজন করা হয়।বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধ ধর্মালম্বী ভান্তে গন ও উপাসক- উপাসিকা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে ।এই দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান- দান ও মঙ্গলার্থনা দিয়ে সকাল থেকে শুরু হয়ে সারাদিন এই অনুষ্ঠান চলে।তাদের থেকে জানা যায় যে – বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম উৎসব হলো দানোত্তম কঠিন চীবর দানোৎসব। প্রত্যেক বছরের মানুষের পূণ্যার্থ লাভে এই দানোত্তম কঠিন চীবর দানোৎসব পালন হয়ে থাকে। আরো উল্লেখ করেন যে গৌতম বুদ্ধের ২৫০০বছর আগে এই সময় চীবর স্থাপনায় মধ্যে দিয়ে উৎসবটি পালন করা হয় থাকে। তাই বৌদ্ধ ধর্মালম্বীদের প্রিয় কার্তিক মাসটি দানোত্তম মাস বলা হয়।জাতি বর্ণ নির্ভিষে ভূলে একত্রিত হয় দানোৎসবে।আনন্দ মুখরিত ভাবে কাটায় দানোত্তম কঠিন চীবর দানোৎসব পালন করে ও বৌদ্ধ বিহার গুলোতে রঙিনে রাঙিয়ে আলো সজ্জিত করে। নাচে গানে ভরিয়ে দেয় এই দানোৎসব। ঢোলের তালে তালে মন মাতিয়ে দেয় উৎসব অঙ্গ। সকল দুঃখ কষ্ট মুছে যায় দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানের মাধ্যমে। তাই অনুষ্ঠানে আয়োজন করে নানা ধরনের খাবার। অতিথি আপ্যায়ন সহ বিভিন্ন ধরনের জিনিস ও দান করে থাকে। উৎসব মুখর পরিবেশে বছরে একবার পালন করে এবং বিভিন্ন স্থানে বৌদ্ধ বিহার গুলোতে পুরো একমাস চলতে থাকে। এই উৎসব দেশে সকল মানুষের মঙ্গলকামনা ও পাপ পণ্যার্থ লাভের জন্য পালন করে আর বৌদ্ধ বিহার গুলোতে পুরো একমাসে সন্ধ্যা থেকেই প্রদীপ জ্বালিয়ে আলো সজ্জিত ও ফানুস উড়িয়ে মনের বাসনা পুরনের কামনা করে।পণ্যার্থ লাভ ও ধর্মের জাগ্রত সৃষ্টি করতে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান পালন করে।