ঢাকাTuesday , 21 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে পুলিশ কনষ্টেবলের যাবজ্জীবন কারাদন্ড

দেশ চ্যানেল
November 21, 2023 11:36 am
Link Copied!

মোঃ তুষার আহমেদ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে মনিরুল ইসলাম (২৩) নামে এক পুলিশ কনষ্টেবল কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এরফান উল্লাহ আজ এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম (২৩) জেলার উল্লাপাড়া উপজেলার চর কালীগঞ্জ গ্রামের সাহেব আলী প্রামনিকের ছেলে।

এই আদালতের এপিপি মশিউর রহমান চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, আসামী মনিরুল ইসলাম ২০১৮ সালে পুলিশ বাহিনীতে যোগদানের পর পাশ্বর্তী সুরভী খাতুনের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর মনিরুল ইসলাম তার স্ত্রী সুরভী খাতুনের সঙ্গে খারাপ আচারন ও মারপিট করতো। এর মধ্যে সে অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে।

মনিরুল ইসলাম তার স্ত্রীকে বলতো তোকে আমার পছন্দ হয়নি। তুই বিষপানে আত্যহত্যা কর। আমার পথটা পরিস্কার করে দে। ২০২০ সালের ২৭ আগষ্ট সুরভী খাতুন তার বাবার বাড়িতে বেড়াতে আসে। রাতে মনিরুল তার স্ত্রীকে মোবাইল ফোনে ফোন করে বাড়ির বাইরে আসতে বলে। আসার পরে মনিরুল তার স্ত্রীকে নিয়ে চলে যায়।

পরের দিন ২৮ আগষ্ট দুপুরে প্রতিবেশি নালু মন্ডলের ডোবার পানিতে সুরভী খাতুনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তার পরিবারকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে।

এঘটনায় নিহত সুরভীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে মনিরুল ইসলাম, তার ভাই মোন্নাফ হোসেন, মা মোনেকা বেগম সহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ মনিরুল ইসলামকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জানুয়ারী আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

মামলা চলাকালে ২৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেন আদালত। স্বাক্ষ্য প্রমান শেষে আজ পুলিশ কনস্টেবল মুনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন বিচারক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST