মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবারের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে বাংলাদেশ আওয়ামীলীগের বরিশালের -৬ টি আসনে মনোনয়ন চুড়ান্ত হলো।এগুলো হলো- বরিশাল -১ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল -২ অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুছ, বরিশাল -৩ মোঃখালেদ হোসেন স্বপন, বরিশাল -৪ ডক্টর সাম্মী আহম্মেদ, বরিশাল -৫ কর্নেল অবঃ জাহিদ ফারুক সামিম, বরিশাল -৬ ইঞ্জিনিয়ার মেজর জেনারেল অবঃ হাফিজ মল্লিক।এদের মধ্যে সাবেক বির্তকিতরা বাদ পড়েছেন বলে জানা যায়।