মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ১৫০ বোতল ফেনসিডিল সহ ২ মাদককারবারী কে আটক করেছে র্যাব-১৪ ।
শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভ গাছা এলাকার রাস্তার উপর থেকে ২ জনের কাছে থাকা ২ টি ব্যাগের ভিতর ১৫০ বোতল ফেনসিডিল সহ আটক করে র্যাব-১৪। মাদারগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে ঠাকুরগাঁও থেকে বগুড়া হয়ে মাদারগঞ্জের জামথল ঘাট ভায়া শুভগাছা দিয়ে মোটরসাইকেল যোগে আসার পথে ফেনসিডিল বোতলসহ ২ জন কে আটক করে র্যাব-১৪ টিম।
আটককৃতরা গাজীপুর জেলার জৈয়দেপুর থানার শিরিচালা গ্রামের হাজ্বী মিন্নাত আলীর ছেলে জসিম (৩০) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গোদাগাড়ী ( চুডঙ্গী) এলাকার খালেকের ছেলে সমির (২৫)। মাদারগঞ্জ মডেল থানার এস আই জিন্নত আলী জিন্নাহ জানান র্যাব-১৪ টিম গোপন সংবাদে মাদারগঞ্জের চর শুভ গাছা এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদককারবারীকে আটক করে। তাদের সাথে ১ টি মোটরসাইকেল এবং ফেনসিডিল বোতল বহনকারী ২ টি ব্যাগ। ১ টি ব্যাগে ৫০ বোতল ফেনসিডিল ও অন্য ব্যাগে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে জামালপুর জেলার সদ্য অতিরিক্ত পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল বাবু স্বজল কুমার সরকার জানান
র্যাব-১৪ টিম ১৫০ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদককারবারী কে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে। এ ঘটনায় আটককৃত মাদককারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।