নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন কে ঠাকুরগাঁও -২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কায় মনোনীত চূড়ান্ত প্রার্থী ঘোষণায় নির্বাচনী এলাকায় আনন্দ-উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে ঠাকুরগাঁও-২ আসনে মাজহারুল ইসলাম সুজনের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। মূহুর্তের মধ্যে আনন্দের খবর টি ছড়িয়ে পড়ে ঠাকুরগাঁও- ২ আসনের দলীয় নেতা কর্মী ও ভোটারদের দের মধ্যে।
চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর পরই ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারের আজ বিকেলে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প এর নেতৃত্বে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের করে।
মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আমগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সদস্য তৌহিদুল ইসলাম চৌধুরী,ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (আর্মি) ,আমগাঁও ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস প্রমুখ।