মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কাহারোল-বীরগঞ্জ সড়কে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রোববার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম বলেন, ‘ধানবোঝাই করে একটি ট্রাক কাহারোল থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চালক মো. লিটন রেজা( ৩৬) দেখিতে পারেন, আগে থেকে চারটি মোটরসাইকেলে ৭ জন আরোহী রাস্তার মাঝে মোটরসাইকেল দাঁড় করানো ট্রাকটি স্লো করলে রাস্তায় থাকা মোটরসাইকেলে আরোহী পলিথিনে থাকা পেট্রোল দিয়ে গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
ট্রাকের রেজিষ্ট্রেশন নাম্বার থাকা মেট্রো ট – ২০-৭৫-০৬ পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকে রাখা কিছু বস্তা ধানসহ ট্রাকের কেবিন পুড়ে যায়। অগ্নিকান্ডে ধান ও গাড়ির ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি হয় । কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম বলেন,
একটি মামলা হয়েছে, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।