মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কলাগাইছা গ্রামে ২৭ নভেম্বর সকালে তুচ্ছ ঘটনার সূত্র ধরে অপ্রীতিকর ঘটনার আভাসের খবর পেয়ে সালথা থানা পুলিশ কলাগাইছা গ্রামে গিয়ে কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে লাঠিসোঁটা জব্দ করে।জব্দকৃত লাঠি সহ আটককৃতকে থানায় নিয়ে যায়।
ঘটনার সূত্রে জানা যায় গত শনিবার দুপুরে জাফর শেখ গ্রামের কিছু লোকজনকে খিচুড়ি খাওয়ায়।নিজেদের মধ্যে লুৎফর,হাফিজুর শেখ,আনোয়ার শেখরা খিচুড়ি খাইতে না গেলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শনিবার বিকালে বাউশখালী বাজারে যাইতে সময় রাজিব নামে একজনকে মিরান শেখ টচলাইট দিয়ে বাড়ি মারে পরে হাতাহাতি হয় বিষয়টি স্হানীয় মাতুব্বর মিমাংসা করে দেয়। এরপর মিরান শেখ তার পরিবার প্রতিপক্ষ করে তাদের নামে মামলা করার জন্য মিরান শেখকে আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি করে। এবং তার নিকট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে। মারধোর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে সালথা থানায় একটি অভিযোগ করেন বলে অভিযুক্তকারীদের পরিবার সূত্রে জানা যায়।মামলা করেও ক্ষান্ত না হয়ে প্রতিপক্ষ লোকজন ও তাদের বাড়িঘরে হামলার চালানোর প্রক্রিয়া চালায়।বিষয়টি থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।
সাইফুলের শেখ (২৮) পিতা- ইয়ার আলীর বাড়ি থেকে বাশের লাঠি উদ্ধার করে এবং সাইফুল শেখ কে আটক করে নিয়ে যায়।জাফর শেখ এলাকায় আধিপত্য বিস্তার করতে এলাকায় দাঙ্গা সৃষ্টির পায়তারা চালাচ্ছে বলে ভুক্তভোগীরা জানান।ভুক্তভোগীরা অনেকে আরও জানান যে আটক সাইফুল এলাকায় আসলে তার লোকজন নিয়ে আমাদের বাড়িঘরে হামলা করেবে।
এবিষয় জাফর শেখের বাড়িতে গিয়ে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। সালথা থানার অফিসার ইনচার্জ শেখ সাদি বলেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে খবর পেয়ে কলাগাইছা গ্রামে পুলিশ পাঠানো হয় এবং কয়েকটি বাড়িতে তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান কালে সাইফুলের বাড়ি থেকে কয়েকটি লাঠি জব্দ করে।জব্দকৃত লাঠি গুলো তার বাড়ি থেকে পুলিশ নিয়ে আসে।