জেলা প্রতিনিধি, পঞ্চগড় : মোঃআমিরুল ইসলাম
দ্বাদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড় দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২০ জন প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এবং সহকারি রিটার্নিং অফিসারের নিকট এসব প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
দুপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূইয়া (মুক্তা) দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন। পরে বিকেলে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এমপি মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান (স্বতন্ত্র), জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, আব্দুর রহিম (জাতীয় পার্টি), সুমন রানা (জাকের পাটি), সিরাজুল ইসলাম (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট), আনিছুর রহমান (জাকের পাটি), আব্দুল ওয়াদুদ বাদশা (বাংলাদেশ সুপ্রিম পার্টি), আব্দুর রহিম (জাতীয় পার্টি) ও আকতারুল ইসলাম (স্বতন্ত্র), মশিউর রহমান বাবুল (ন্যাশনাল পিপলস পাটি), ফারুক আহম্মেদ (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ), মিল্টন রায় (বাংলাদেশ জাতীয় পার্টি) ও আব্দুল মজিদ (মুক্তজোট) প্রার্থীরা একে একে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
অপরদিকে পঞ্চগড়-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেলমন্ত্রী এডভোকেট মো.নুরুল ইসলাম সুজন সহকারি রিটার্নিং অফিসার ও বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা আশার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আরও চারজন। তারা হলেন, আহমাদ রেজা ফারুকী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), শাহ আলম (জাকের পার্টি), আব্দুল আজিজ (তৃণমূল বিএনপি) ও লুৎফর রহমান রিপন (জাতীয় পার্টি)।
এদের মধ্যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে তৃণমূল বিএনপির প্রার্র্থী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে আব্দুল আজিজকে বহিস্কার করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট কবির রেজভী।
পঞ্চগড়ের দুটি আসনে মোট ভোটার রয়েছেন ৮,২৬, ৯৬৩ জন। তার মধ্যে পঞ্চগড়-১ আসনে ৪ লাখ ৩৭ হাজার ০২২ জন ও পঞ্চগড়-২ আসনে ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন। পঞ্চগড়- আসনে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৩৫৯ জন ও নারী ভোটার ২ লাখ ১৭ হাজার ৬৬২ জন। তার মধ্যে তেঁতুলিয়া উপজেলায় ১ লাখ ১৬১, পঞ্চগড় সদর ২ লাখ ২৩ হাজার ৫৪১ ও আটোয়ারীতে ১ লাখ ১০ হাজার ৩২০ জন।
অপরদিকে অপরদিকে পঞ্চগড়-২ আসনে পুরুষ ১,৯৫৭১০ ও মহিলা ১৯৪২২৮ জন। তার মধ্যে বোদা উপজেলায় ১৯৪১১৭ ও দেবীগঞ্জ উপজেলা ১,৯৫, ৮২৪ জন।