ঢাকাThursday , 30 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ১৪জন প্রার্থী।

    দেশ চ্যানেল
    November 30, 2023 2:48 pm
    Link Copied!

    আয়নাল হক -রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮কুড়িগ্রাম -৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনে দাখিল করেছেন ১৪জন প্রার্থী। বৃহস্পতিবার সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তাঁরা।
    জানা গেছে, রৌমারীতে ৯জন, রাজীবপুরে ১জন, চিলমারী উপজেলায় ১জন ও কুড়িগ্রামে ৩জন প্রার্থীসহ মোট ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য এ্যাড ভোকেট বিপ্লব হাসান (নৌকা), ও অপর দিকে মনোনয়নপত্র দাখিল করেননি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও তাঁর ছেলে সাফায়াত বিন জাকিরসহ ৩জন। এবং আরও মনোনয়ন পত্র দাখিল করেন, জেপি পার্টির পেসিডিয়াম সদস্য ও কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি জেপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য রুহুল আমিন (বাইসাইকেল), উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম সাইফুর রহমান (বাবলু) (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের মোহাম্মদ আবু শামীম হাবীব (গামছা), রৌমারী উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম (গোলাপ ফুল), রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম শালু (স্বতন্ত্র), কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য মাছুম ইকবাল (স্বতন্ত্র), রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী (স্বতন্ত্র), রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ সিএসডিকে (স্বতন্ত্র), রাজীবপুর উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি শাহ মো. নুর-ই শাহী ফুল (স্বতন্ত্র), চিলমারী উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. ফারুকুল ইসলাম ফারুক (স্বতন্ত্র)। এছাড়া কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জোবাইদুল ইসলাম বাদল (স্বতন্ত্র), বাংলাদেশ কংগ্রেসের আব্দুল হামিদ (ডাব), তৃণমূল বিএনপির আতিকুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
    কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইদুল আরিফ জানান, কুড়িগ্রাম-৪ আসনে মোট ১৮জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ১৪জন। এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মেহের উল্যাহ সেলিম মনোনয়নপত্র দাখিল করেননি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST